ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্স বরখাস্ত
Comments are closedওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ফিল সিমন্সকে বরখাস্ত করা হয়েছে। ক্যারিবীয়ান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে। এর আগে গেল বছরের সেপ্টেম্বরে তাকে অব্যাহতি দেয়া হয়, এরপর চলতি বছরের এপ্রিলে নতুন ভাবে দলের দায়িত্ব নেয়ার পর ৬ মাসের মধ্যে সিমন্সকে আবারো বরখাস্ত হতে হলো। সাবেক এই ক্যারিবীয়ান অলরাউন্ডারের অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা জেতে ওয়েস্ট ইন্ডিজ। এদিকে,ফিল সিমন্সের জায়গায় সহকারি কোচ হেন্ডি স্প্রিংগারকে নিয়োগ দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।