ওয়েস্ট ব্রুমের বিপক্ষে হারলো ম্যানইউ
Comments are closedইংলিশ প্রিমিয়ার লিগে দুর্বল ওয়েস্ট ব্রুমের বিপক্ষে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। গতরাতে দুর্বল এই দলটির বিপক্ষে ১-০ গোলে হেরে যায় লুইস ফন গালের শিষ্যরা। এর আগে, পর পর কয়েকটি ম্যাচ হারার ফলে কোচের পদ থেকে প্রায় চাকরি হারাতে বসে এই ডাচ কোচ। পরে জয়ের ধারায় ফেরে তার শিষ্যরা। তবে গতকাল রাতে এই হার তাকে নতুন করে আবারো ভাবিয়ে তুলেছে। সেই সঙ্গে প্রিমিয়ার লিগে শেষ চারের আশায়ও প্রায় হারিয়ে ফেলেছে ম্যানইউ। বর্তমানে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে রয়েছে দলটি। আর এক ম্যাচ বেশি খেলে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে লিচেস্টার সিটি। এদিকে, গতরাতে শেলহার্স্ট পার্কে ক্রিস্টাল প্যালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করে লিভারপুল।