কঠোর নিরাপত্তা বলয়ে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত
Comments are closedবছর ঘুরে আবারও এল ঈদুল আজহা। সকল থেকেই রাধজানীর বিভিন্ন যায়গায় কোথাও গুড়ি গুড়ি বৃষ্টি কোথায় পর পর ঝুম বৃষ্টি। এই বৃষ্টি ভেজা সকালে দেশের জাতীয় ঈদগাহ ময়দানে এবার ঈদের প্রধান জামাত পরিচালনা করেন বাইতুল মোকাররম মসজিদের সিনিয়র পেশ ইমাম মিজানুর রহমান। নামজ শেষে দেশ ও দশের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করেন সকল মুসল্লি। পরিত্রান চান জঙ্গি ও সন্ত্রাসবাদ থেকে। অনেকে প্রয়াত আত্মীয়-স্বজনের কবর জিয়ারত করেন। এরপর মহান আল্লাহ তায়ালার সন্তুষ্টির উদ্দেশ্যে সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করেন। বিস্তারিত রেজোয়ান সিকদারের প্রতিবেদনে।