কমছে ইন্টারনেটের খরচ
Comments are closedআগামীকাল থেকে ইন্টারনেটের খরচ কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতি মাসে ৬২৫ টাকায় ১ এমবিপিএস ব্যান্ডউইথ পাওয়া যাবে। বাংলাদেশে সাবমেরিন কেবল কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন জানান, ন্যূনতম ১০ গিগাবাইট ব্যান্ডউইথ কিনলে এই মূল্য কার্যকর হবে। তবে এই মূল্য কেবল ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের জন্য প্রযোজ্য হবে। তিনি আরও জানান, ভারতে রফতানির জন্য প্রতি ব্যান্ডউথের দাম ধরা হয়েছে ১০ ডলার। ওই দামের সঙ্গে সামঞ্জস্য রাখতে দাম কমানো হচ্ছে।