কসাই সিরাজের মৃত্যুদণ্ড ও খান আকরামের আমৃত্যু কারাদণ্ড
Comments are closedমুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে বাগেরহাটের রাজাকার শেখ সিরাজুল হককে মৃত্যুদণ্ড এবং খান মো. আকরাম হোসেনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। শেখ সিরাজুল হক ওরফে কসাই সিরাজের বিরুদ্ধে আনা ৬টির মধ্যে ৫টি অভিযোগ প্রমাণিত হয়। এই ৫টিতেই তাকে মৃত্যুদণ্ড দেন বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল। আর আকরাম দোষী প্রমাণিত হয়েছেন ৩টি অভিযোগের মধ্যে একটিতে। যেখানে বাগেরহাটে গণহত্যার অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয় আকরামকে। এ মামলায় আব্দুল লতিফ তালুকদার নামে আরেক রাজাকার অভিযুক্ত হন। কিন্তু ২৭শে জুলাই বার্ধক্যজনিত অসুস্থতায় মৃত্যু হওয়ায় তার নাম মামলা থেকে বাদ দেওয়া হয়। রায় নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান সুমন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবি, রায়ের বিপক্ষে আপিল করার কথা জানিয়েছেন। এ পর্যন্ত রায় আসা ২১টি মামলার ২৪ আসামির মধ্যে সিরাজকে নিয়ে মোট ১৬ যুদ্ধাপরাধীর সর্বোচ্চ সাজার আদেশ হল।