কাউন্সিল নির্বাচন, চলছে ভোট গণনা
Comments are closedআইনজীবীদের সনদ দানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে। প্রায় তিন বছর পর এ ভোটগ্রহণ হল। সকাল থেকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভবন ছাড়াও দেশের ৭৭টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ করা হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেল, বিএনপি সমর্থিত নীল প্যানেল ছাড়া আরও দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদাধিকার বলে বার কাউন্সিলের সভাপতি থাকেন। আইনজীবীদের সরাসরি ভোটে বাকী ১৪ জন বিভিন্ন পদে নির্বাচিত হবেন। প্রিয় শ্রোতা, সকাল থেকে ভোটাভুটি পর্যবেক্ষণ করছেন আমাদের ব্রডকাস্টার জাহিদ হাসান। এ বিষয়ে বিস্তারিত জানাতে এখন টেলিফোনে যোগ দিবেন তিনি।