কাপাসিয়ায় গণপিটুনিতে এক ডাকাত নিহত
Comments are closedগাজীপুরে কাপাসিয়ায় গণপিটুনিতে শামীম মিয়া নামে এক ডাকাত নিহত হয়েছে। পুলিশ জানায়, বুধবার গভীর রাতে নামিলা গ্রামে এক দল ডাকাত ঢুকে। এসময় বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী তাদের ধাওয়া করে। এসময় বাকীরা পালিয়ে গেলেও শামীমকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পুলিশ সকালে তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহত শামীমের নামে বিভিন্ন থানায় ১৯ টি ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।