কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের শুভ সূচনা
Comments are closedভারতের আহমেদাবাদে কাবাডি বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৫২-১৮ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে ‘এ’গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে লাল সবুজের জার্সিধারীরা। নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ১১ অক্টোবর ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এছাড়া, ১৩ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ কোরিয়া। আর, ১৭ অক্টোবর অস্ট্রেলিয়া এবং ১৯ অক্টোবর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।