কামাল বেঁচে থাকলে জাতিকে অনেক কিছু দিতে পারতো: প্রধানমন্ত্রী
Comments are closedশেখ কামাল বেঁচে থাকলে জাতিকে অনেক কিছুই দিতে পারতো বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আবহনী ক্লাব প্রাঙ্গণে শেখ কামালের ৬৬তম জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন,দেশ স্বাধীনের পর থেকেই তরুণদের উন্নয়নে কাজ শুরু করেছিলেন শেখ কামাল। আর বাঙালি জাতি যেন এগিয়ে যেতে পারে সে লক্ষ্য নিয়ে এখন কাজ করে যাচ্ছে সরকার। অনুষ্ঠানে শেখ কামাল ক্রীড়া কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তুরস্কের বিদায়ী রাষ্ট্রদূত হারসেইন মাফতুগুলু সাক্ষাৎ করেন। এসময় বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে আরও বেশি করে বিনিয়োগ করতে তুরস্কের প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।