কার্ড জালিয়াতির ঘটনায় গ্রাহকের টাকা ফেরত দিলো ইস্টার্ন ব্যাংক
Comments are closedকার্ড জালিয়াতির ঘটনায় ২৪ গ্রাহকের হাতে ১৭ লাখ ৫৩ হাজার টাকা ফেরত দিয়েছে ইস্টার্ন ব্যাংক। সকালে বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মাঝে এই চেক তুলে দেয়া হয়। এসময় অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর নাজনীন সুলতানা বলেন, আগামী ২-১ দিনের মধ্যে অন্যান্য ব্যাংকগুলোর ক্ষতিগ্রস্থ গ্রাহকদের টাকা ফেরত দেয়া হবে।