কালশীর ঘটনায় আদালতের রুল জারি
Comments are closedরাজধানীর মিরপুরের কালশীতে আটকেপড়া পাকিস্তানিদের ক্যাম্পে সংঘর্ষ ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ক্ষতিপূরণ দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। ক্যাম্পের দুই নেতার করা এক রিট আবেদনের শুনানি শেষে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক ও পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী চার সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। ২০১৪ সালের ১৪ই জুন রাতে আতশবাজি পোড়ানোকে কেন্দ্র করে কালশীর ওই ক্যাম্পে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১০ জন নিহত হয়। সংঘর্ষের সময় কয়েকটি ঘরে আগুন লাগিয়ে দেওয়া হলে একই পরিবারের নয়জন পুড়ে মারা যায়।