কালিহাতীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি
Comments are closedটাঙ্গাইলের কালিহাতীতে সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের শুধুমাত্র প্রত্যাহার নয়, মানুষ হত্যার দায়ে ফৌজদারি আইনে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান। সকালে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নির্যাতিত মা ও ছেলের সঙ্গে দেখা করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসময় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে নির্যাতিতদের সহযোগিতার আশ্বাস দেন ড. মিজানুর রহমান। এদিকে, কালিহাতীর ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী। এ বিষয়ে ৩০শে সেপ্টেম্বর শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন হাইকোর্ট।