কালিহাতীর ঘটনায় ষড়যন্ত্র খুঁজছে পুলিশ
Comments are closedটাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের গুলিতে আহত আরও একজনের মৃত্যু হয়েছে। সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রুবেল নামের ওই ব্যাক্তির মৃত্যু হয়। শুক্রবার এক নারী ও তার ছেলেকে শ্লীলতাহানি বিচারের দাবিতে বিক্ষোভকারীদের ওপর পুলিশ গুলি চালালে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আহত হয় অর্ধশত মানুষ। ওই ঘটনায় গুলিবিদ্ধ বাদশাহ নামে আরেক ব্যক্তি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে, পুলিশের ভারপ্রাপ্ত মহাপরিদর্শক মোখলেছুর রহমান বলেছেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি দেখাতে কোন গোষ্ঠি চক্রান্তের মাধ্যমে কালিহাতির ঘটনায় ইন্ধন দিয়েছে। দুপুরে পুলিশ সদর দফতরে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোরবানীর পশুর ট্রাক থেকে কোন পুলিশের বিরুদ্ধে চাঁদা আদায়ের অভিযোগ পাওয়া গেলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।