কালিহাতীর ঘটনায় সব তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ
Comments are closedটাঙ্গাইলের কালিহাতীতে চারজন নিহতের ঘটনায় পুলিশের সব তদন্ত প্রতিবেদন আগামী ২ মাসের মধ্যে জমা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই ঘটনায় বিক্ষুব্ধ জনতার সমাবেশে পুলিশের গুলি চালানো আইনসঙ্গত কিনা-তা জানতে চেয়েও একটি রুল জরি করা হয়েছে। দুপুরে বিচারপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে হাইকোর্টের অবকাশকালীন দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন।