কাল আসছে দক্ষিণ আফ্রিকা
Comments are closedএক মাসের সফরে আগামীকাল ঢাকা আসছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে এবং ২টি টি-টোয়েন্টি খেলবে প্রোটিয়ারা। সিরিজের টাইটেল স্পন্সর ন্যাশনাল পলিমার। সিরিজের প্রস্তুতি নিতে দুপুরে টাইগাররা মিরপুরে অনুশীলন করেছে। এসময় অলরাউন্ডার সাব্বির হোসেন সাংবাদিকদের জানান, স্পিন দিয়েই দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করতে প্রস্তুতি নিচ্ছেন তারা।