কাল ইরানের ১০ম জাতীয় সংসদ নির্বাচন
Comments are closedআগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ইরানের ১০ম জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে দেশটির সবখানে চলছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীরা পোস্টার, লিফলেট ও বক্তৃতার মাধ্যমে তুলে ধরছেন নিজেদের অভিজ্ঞতা ও যোগ্যতা। সম্প্রতি পশ্চিমা বিশ্বের সঙ্গে পরমাণু চুক্তির ফলে বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানির জনপ্রিয়তা কিছুটা বাড়লেও উদারপন্থীদের দমনে সরকারের কঠোর নীতি নির্বাচনে প্রভাব ফেলবে বলে ধারণা করছেন অনেকে। এবারের সংসদ নির্বাচনে প্রার্থী হয়েছেন মোট ৬ হাজার ২শ ২৯ জন। আগামীকাল সকাল ৮ টা থেকে ভোটগুহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।