কাল থেকে ১৭তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ড
Comments are closedআগামীকাল থেকে শুরু হচ্ছে ১৭তম জাতীয় ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডের খেলা । প্রথম স্তরের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রংপুর বিভাগের বিপক্ষে খেলবে খুলনা বিভাগ। কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ঢাকা বিভাগ ও ঢাকা মেট্রো। দ্বিতীয় স্তরের ম্যাচে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্টগ্রামের প্রতিপক্ষ বরিশাল। আর খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে রাজশাহীর প্রতিপক্ষ সিলেট বিভাগ। প্রতিটি ম্যাচই শুরু হবে সকাল সাড়ে ৯টায়। প্রথম স্তরে চার দলের মধ্যে শীর্ষ অবস্থান আছে খুলনা ও দ্বিতীয় স্তরের দলগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল বিভাগ।