কাল নেপাল যাচ্ছে অনূর্ধ্ব ১৯ ফুটবল দল
Comments are closedঅনূর্ধ্ব ১৯ সাফ ফুটবল চ্যাম্পিয়নশীপে অংশ নিতে আগামীকাল নেপাল যাচ্ছে বাংলাদেশ দল। সকাল ১১ টায় নেপালের উদ্দ্যেশে ঢাকা ছাড়বেন তারা। দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন-বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। নেপালের রাজধানী কাঠমান্ডুতে আগামী ২০ আগস্ট থেকে এ টুর্নামেন্ট শুরু হবে। সংবাদ সম্মেলনে দলের কোচ সাইফুল বারী টিটো বলেন, জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশের যুবরা।