কাল শুরু অলিম্পিক,আজই মাঠে গড়াচ্ছে ফুটবল
Comments are closedমূল আসর শুরুর একদিন আগেই আজ থেকে মাঠে গড়াতে যাচ্ছে অলিম্পিকের এবারের আসরের ফুটবল ডিসিপ্লিন। প্রথম দিনই মাঠে নামবে বড় দলগুলো। রাতে সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দিয়ে অলিম্পিক মিশন শুরু করবে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাসিলিয়ার গারিঞ্চা স্টেডিয়ামে রাত ১টায় মাঠে নামবে দুই দল। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের ঘরে এখনও অলিম্পিকের স্বর্ণ জেতা হয়নি। তাই এবার নেইমারের কাঁধে ভর করে সেই দুর্ভাগ্য কাটাতে চায় সেলেসাওরা। নেইমারের সঙ্গে গাব্রিয়েল জেসাস,গাব্রিয়েল বার্বোসাদের নিয়ে প্রত্যাশার পাহাড় গড়েছেন ব্রাজিলিয়ান সমর্থকরা। অন্যদিকে গ্রুপ ‘সি’তে রাত ২টায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানির মুখোমুখি হবে মেক্সিকো। আর, গ্রুপ ‘ডি’তে রাত ৩টায় রিও অলিম্পিক স্টেডিয়ামে আরেক হাইভোল্টেজ ম্যাচে আর্জেন্টিনার মুখোমুখি হবে পর্তুগাল। একই সময়ে গ্রুপ ‘বি’তে সুইডেনের প্রতিপক্ষ শক্তিশালী কলম্বিয়া।