কাশ্মীরে অ্যামনেস্টির অফিস বন্ধ ঘোষণা
Comments are closed
ভারতের কাশ্মীরে রাষ্ট্রবিরোধী তৎপরতার অভিযোগে বিক্ষোভের মুখে দেশটিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তাদের অফিস সাময়িক বন্ধ ঘোষণা করেছে। বেঙ্গালুরু, পুনে, নয়াদিল্লী আর চেন্নাইতে যুক্তরাজ্যভিক্তিক এই মানবাধিকার সংগঠনটির সকল কার্যক্রম আপতত বন্ধ থাকবে। শনিবার বেঙ্গালুরুতে এক সেমিনারে, সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, কাশ্মীর ইস্যুতে মানবাধিকার লংঘন করছে ভারতীয় সেনাবাহিনী। সেমিনারে সংস্থাটির কর্মকর্তা ভারত বিরোধী স্লোগান দেয় বলেও অভিযোগ উঠে। এরপর, ক্ষমতাসীন বিজেপি, সংগঠনটির বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ তোলে। আর বিক্ষোভ কর্মসূচি শুরু করে, বিজেপির ছাত্র সংগঠনের সদস্যরা। যার, প্রেক্ষিতে অফিস ও কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করলেও রাষ্ট্রদ্রোহিতা এবং ভারত বিরোধী স্লোগান দেয়ার অভিযোগ অস্বীকার করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।