কাশ্মীরে পৃথক বন্দুক যুদ্ধে ৭ সন্দেহভাজন জঙ্গি নিহত
Comments are closedভারত শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে, পৃথক বন্দুক যুদ্ধে সাত সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন। এসময় নিহত হন আরও এক পুলিশ সদস্য। ভারতিয় সেনাবাহিনী বলছে, কুপওয়ারা জেলার নিহত হন চার জঙ্গি। আর তিন জন নিহত হন, পুঞ্চ জেলায়। গেল জুলাই মাসে রাজ্যটিতে নিরাপত্তা বাহিনীর গুলিতে, স্বাধীনতাকামী হিজবুল মুজাহিদিনের তরুণ নেতা বুরহান ওয়ানি নিহতের পর থেকে সহিংসতা ছড়িয়ে পড়ে। গেল দুই মাসের এ সংঘর্ষে কাশ্মিরে অন্তত, ৭০ জনের প্রণহানির ঘটনা ঘটে। যা নিয়ে ভারত-পাকিস্তানের সঙ্গে তির হয়েছে কূটনীতি উত্তেজনা।