কিছু দিন নিষিদ্ধের পর বাজারে আবার রুপালী ইলিশ
Comments are closedআজ থেকে বাজারে পাওয়া যাচ্ছে রুপালী ইলিশ। ১৫ দিন ইলিশ ধরা বন্ধ থাকার পর আবারো মাছ ধরা শুরু করেছেন নদী তীরের জেলেরা। আর তাই রাজধানীসহ দেশের সকল বাজারে উঠেছে, নতুন ইলিশ। তবে তা পরিমানে অনেক কম। দামও বেশি। আড়ৎদাররা বলছেন, চাহিদা থাকলেও এবছর ইলিশের মজুদ কম, তাই বাজার সরবরাহ করা যাচ্ছে না বলে জানিয়েছেন অনেক বিক্রেতা। তারা বলছেন, এবছর বেশি দামে ইলিশ কিনতে হবে ক্রেতাদের। এদিকে, প্রজনন মৌসুম হিসেবে ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি করেছিল প্রশাসন। কিন্তু নিষেধাজ্ঞা স্বত্ত্বেও ফরিদপুরের পদ্মানদীতে রাতের আধারে দেদারসে মা ইলিশ শিকার করেছেন অসাধু ব্যবসায়ীরা-বলছেন এলাকাবাসীদের অনেকেই। অথচ অসাধু এই চক্রটির বিরুদ্ধে তেমন কোনো পদক্ষেপই নিতে পারেননি প্রশাসন। এ কারণে পদ্মাপারে কম ও দাম বেশি হওয়ার আশঙ্কা করছেন পদ্মাপারের মানুষেরা।