কিবরিয়া হত্যা মামলায় ৩২ জনের বিরুদ্ধে চার্জ গঠন
Comments are closed১১ বছর পর সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া হত্যা মামলায় ৩২ জন আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেছে আদালত। দুপুরে সিলেট দ্রুত বিচার ট্রাইবুনালের বিচারক মকবুল আহসানের আদালত এ নির্দেশ দেন। একই সঙ্গে, আগামী ২১ সেপ্টেম্বর শুনানির পরবর্তি তারিখ ঘোষণা করা হয়। পরে সিলেট জেলা আদালতের পিপি মিসবাহ উদ্দিন সিরাজ, দ্রুত বিচার কাজ শেষ হবে বলে আশা প্রকাশ করেন। অন্যদিকে চার্জ গঠনের বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ লালা।