কুনিও হত্যার ঘটনা তদন্তে রংপুরে জাপানী কর্মকর্তারা
Comments are closedজাপানি নাগরিক হোসে কুনিও নিহতের ঘটনা তদন্ত করতে রংপুরে আছেন জাপানী তিন কর্মকর্তা। তারা এই মুহুর্তে রংপুর পুলিশ সুপারের সঙ্গে বৈঠক করেছেন। ঘটনাস্থলও পরিদর্শন করেছেন তারা। এ ঘটনায় এ পর্যন্ত ৫জনকে আটক করেছিলো পুলিশ। এদের মধ্যে দুইজনকে রিমান্ডে নিয়েছেন তারা। বাকী তিনজনকে অন্যমামলায় চালান দেয়া হয়েছে।