কুন্দুজ হমলায় সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলেন ওবামা
Comments are closedআফগানিস্তানের কুন্দুজ শহরে হাসপাতালে বিমান হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত করা হবে বলে আশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। শনিবার একটি দাতব্য হাসপাতালে ন্যাটো বাহিনীর বিমান হামলায় ১৯ জন নিহত হয়। হামলার পর হাসপাতালটি ছাড়তে শুরু করেছেন চিকিৎসকসহ অন্যান্য কর্মকর্তারা। এদিকে, ওই হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ হিসেবে উল্লেখ করে, সুষ্ঠু তদন্তের দাবি করেছেন জাতিসংঘের মানবাধিকার সংস্থার প্রধান জেইদ রা’দ আল হুসেইন।