কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬
Comments are closedকুমিল্লার কোটবাড়ি নন্দনপুর এলাকায় টিনবোঝাই একটি ট্রাক উল্টে খাদে পড়ে কমপক্ষে ছয় নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো পাঁচজন। ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আউয়াল জানান, ভোরে টিনবোঝাই ট্রাকটি চট্টগ্রাম থেকে ঢাকায় যাওয়ার পথে নন্দনপুর বিশ্বরোড এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ৬ নির্মাণ শ্রমিক নিহত হন। তাৎক্ষণিক হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেননি ওই পুলিশ কর্মকর্তা।