কুষ্টিয়ায় চোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১
Comments are closedকুষ্টিয়া সদর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে একজন নিহত হয়েছে। মঙ্গলবার রাতে পাটিকাবাড়ী ইউনিয়নের ফকিরাবাদ গ্রামের নওদাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক কামাল হোসেন জানান,ফকিরাবাদ গ্রামের নওদাপাড়ায় একটি বাড়িতে চুরি করতে যাচ্ছিলেন তসলিম উদ্দিন নামে এক ব্যক্তি। এ সময় এলাকাবাসী টের পেয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।