কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ
Comments are closedনতুন অর্থবছরে ১৬ হাজার ৪০০ কোটি টাকা কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান। বিকেলে কেন্দ্রীয় ব্যাংকে কৃষি ঋণ নীতিমালা ঘোষণার সময় গভর্নর আরও জানান, এই লক্ষ্যমাত্রা গত অর্থ বছরের তুলনায় প্রায় ৫ দশমিক ৫ শতাংশ বেশি। নীতিমালা অনুযায়ী, বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলোকে মোট ঋণের ন্যূনতম ২ দশমিক ৫ শতাংশ কৃষি ও পল্লী বিতরণ করতে হবে।