কোকেন চোরাচালান চক্রের তিন সদস্য আটক
Comments are closedচট্টগ্রামের বন্দরে পাওয়া কোকেন ভর্তি কন্টেইনার চোরাচালান চক্রের তিন সদস্যকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এর মধ্যে মোস্তফা কামাল ও আতিকুর রহমান খানকে সকালে রাজধানীর গুলশান ও উত্তরা থেকে আটক করা হয়। আর বিকেলে চট্টগ্রাম থেকে আটক করা হয় এ কে আজাদ নামে অপর একজনকে। দুপুরে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক ডক্টর মইনুল খান জানান, বিপুল পরিমাণ কোকেন অন্য দেশে পাঠানোর পরিকল্পনা ছিল। রাজধানী থেকে আটক মোস্তফা কামাল ও আতিকুর রহমান খান ইংল্যান্ডে থাকা তাদের আত্মীয় বকুলের হয়ে বাংলাদেশে কাজ করতো। এই চোরাচালানের সঙ্গে রাজু নামে এক ভারতীয় নাগরিক যুক্ত রয়েছে বলেও জানান তিনি। এদিকে,ওই ঘটনায় খান জাহান আলী লিমিটেডের কর্মকর্তা গোলাম মোস্তফা সোহেলকে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দুপুরে চট্টগ্রাম মহানগর হাকিম ফরিদ আলম এ আদেশ দেন।