কোপার ফাইনাল কাল
Comments are closedরাত পোহালেই কোপার ফাইনাল। আরও একবার স্বপ্নপূরণের খুব কাছে লিওনেল মেসি আর তাঁর দল আর্জেন্টিনা। নিউ জার্সির ইস্ট রাদারফোর্ডে বাংলাদেশ সময় সোমবার সকাল ৬টায় আর্জেন্টিনার প্রতিপক্ষ আবারও চিলি। যদিও এই চিলিকে হারিয়েই এবার কোপা শুরু করেছে তারা। চোটের কারণে সেমিফাইনালে দুর্দান্ত খেলা এজেকিয়েল লাভেজ্জিকে ফাইনালে পাচ্ছেন না আর্জেন্টিনা, শঙ্কা আছে ডি মারিয়া-মার্কোস রোহোকে নিয়েও। এদিকে নিষেধাজ্ঞা কাটিয়ে ফাইনালে চিলিতে ফিরছেন আর্তুরো ভিদাল, তবে হাটুর চোটের কারণে ফাইনালে খেলছেন না চিলির মিডফিল্ডার পাবলো হার্নান্দেজ। শঙ্কা আছে মার্সেলো দিয়াজকে নিয়েও। তবে পিজ্জির দলের ইতিবাচক দিকটা হলো তারা নির্দিষ্ট কোনো খেলোয়াড়নির্ভর নয়, যতটা মেসির দিকে তাকিয়ে থাকে আর্জেন্টিনা।