কোয়ার্টার ফাইনালে জোকোভিচ, সিলিচ, সেরেনা, ভেনাস
Comments are closedইউএস ওপেন টেনিসে ছেলেদের এককে কোয়াটার ফাইনালে পৌঁছেছেন ম্যারিন সিলিচ ও নোভাক জোকোভিচ। ফ্রান্সের জিমি চার্ডিকে ৬-৩, ৬-২, ৭-৬, ৬-১ গেমে হারিয়েছেন সিলিচ। আরেক ম্যাচে, স্পেনের রবার্তো বাতিস্তা গাট-কে ৩-১ সেটে হারায় সার্বিয়ান তারকা জোকোভিচ। এদিকে, মেয়েদের এককে সেরেনা ও ভেনাস উইলিয়ামস কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন।