ক্রসফায়ার করে দল নিয়ন্ত্রণ করা সরকারের নীতি নয়:তথ্যমন্ত্রী
Comments are closedক্রসফায়ার বা বন্দুকযুদ্ধ করে দল নিয়ন্ত্রণ করা সরকারের নীতি নয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দেশে যেসব বিচারবহির্ভূত হত্যাকান্ড হচ্ছে তার সঠিক তদন্ত করে দোষীদের বিচার করা হবে বলেও জানান তিনি। রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৭ ধারা কোনভাবেই মানবাধিকার, সংবিধান ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক নয় বলেও দাবি করেন। এছাড়া, সন্ত্রাসী কর্মকান্ডের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটনা যাবে না বলেও মন্তব্য করেন হাসানুল হক ইনু।