ক্রিকেটারের স্ত্রী জেসমিন জাহানকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি
Comments are closedগৃহকর্মী হ্যাপীকে নির্যাতন মামলায় ক্রিকেটার শাহাদাত হোসেন রাজিবের স্ত্রী জেসমিন জাহান নিত্যের তিন দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। সকালে ঢাকার সিএমএম আদলতে তাকে হাজির করে পাঁচদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। তবে বিচারক তা মঞ্জুর করেন নি। এদিকে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিত্য গৃহকর্মীকে নির্যাতনের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে মিরপুর মডেল থানা পুলিশ। এদিকে, আগামীকাল ক্রিকেটার শাহাদাত হোসেন আদালতে আত্মসমার্পন করবে বলে জানা গেছে।