ক্লাব বিশ্বকাপের জন্য বার্সেলোনার দল ঘোষনা
Comments are closedআগামী ১০ তারিখ থেকে জাপানে শুরু হচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপের ১২তম আসর। এরইমধ্যে ক্লাব শিরোপা পুনরুদ্ধারে ২৩ সদস্যের দল ঘোষণা করেছেন বার্সেলোনা । দলে আক্রমণভাগের তিন তারকা- লিওনেল মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ রেখেছেন কোচ লুইস এনরিক। কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর ক্লাব আমেরিকা ও চায়নার গুয়াঞ্জহুয়া এভারগ্রান্ডের মধ্যকার জয়ী দলের বিপক্ষে আগামী ১৭ ডিসেম্বর সেমিফাইনালে মাঠে নামবে বার্সেলোনা।