ক্ষমতাসীন দলের আচরণবিধি লঙ্ঘনে কমিশনের তৎপরতা নেই: বিএনপি
Comments are closedবিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দলের অনেক নেতাকর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তা বন্ধে কমিশনের তৎপরতা নেই। গতকাল রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলেনে তিনি এই অভিযোগ করেন। এছাড়া, আচরণবিধি লঙ্ঘনকারীদের প্রার্থীতা বাতিল, বাধার সম্মুখীন হওয়া প্রার্থীদের নতুন করে মনোনয়নপত্র গ্রহণ ও পক্ষপাতমূলক রিটার্নিং কর্মকর্তাদের অব্যাহতিসহ ৪ দফা দাবি পূরণের মাধ্যমে নির্বাচন কমিশনকে নিরেপেক্ষতা প্রমাণের আহ্বান জানান তিনি।