ক্ষমা চাওয়ায় সম্মান কমেনি অর্থমন্ত্রীর: সুরঞ্জিত
Comments are closedবিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ায় অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের সম্মান কমেনি,বরং বেড়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলির সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এসময় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের স্বতন্ত্র পে-স্কেলের বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করতে সরকারের প্রতি আহবান জানান। এছাড়া, বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন সুরঞ্জিত সেনগুপ্ত।