খাদ্যে ভেজালরোধে বি.এস.টি.আই. এর অভিযান
Comments are closedখাদ্যে ভেজাল বিরোধী অভিযানের তৃতীয় দিনেই ক্লান্ত হয়েছে পড়েছে বি.এস.টি.আই. কর্তৃপক্ষ। বেলা ১টা থেকে আজ রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালানোর কথা ছিল। কিন্তু প্রায় পৌনে ৩ ঘণ্টা পর অভিযানে আসেন সংশ্লিষ্টরা। অভিযানে অস্বাস্থ্যকর খাবার বিক্রির জন্য স্টার বেকারি অ্যান্ড কাবাবকে ৫০ হাজার টাকা জরিমানা এবং পিৎজা হাটকে সতর্ক করা হয়। কলাবাগানের গ্রীন হার্টকে জরিমানা করা হয় ২০ হাজার টাকা।