খালেদার আবেদন আপিল বিভাগেও খারিজ
Comments are closedজিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বাদীর সাক্ষ্য বাতিল চেয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আবেদন নাকচ করে দিয়েছে আপিল বিভাগ। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে পাঁচ বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন। এর আগে সাক্ষ্য বাতিল খালেদা জিয়ার আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। ওই রায়ের বিরুদ্ধে খালেদা জিয়া আপিল বিভাগে আবেদন দায়ের করেন। ওই আবেদনের ওপর আজ শুনানি অনুষ্ঠিত হয়। আদালতে দুর্নীতি দমন কমিশনের- দুদক পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান। জিয়া অরফানেজ ট্রাস্টের নামে ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করে দুদক।