খালেদার বক্তব্য ভিত্তিহীন: আইজিপি
Comments are closedবিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে আরও দায়িত্বশীল হয়ে মন্তব্য করতে আহবান জানিয়েছেন আইজিপি শহীদুল হক। দুপুরে পুলিশ সদর দফতরে ঈদ পূর্ববর্তী নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ আহবান জানান। শহীদুল হক জানান, ট্রেন বা বাসে টিকেট কালোবাজারির অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া রাজধানীর যানজট থেকে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়েছে বলেও জানান তিনি। শনিবার বার কাউন্সিলের ইফতারে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া মন্তব্য করেন, পুলিশ পেট্রোলবোমা ছুড়ে বিএনপির আন্দোলন বন্ধ করে দিয়েছে।