খিজির খানকে হত্যার সন্দেহে আটক ১
Comments are closedরাজধানীর বাড্ডায় পিডিবির সাবেক চেয়ারম্যান খিজির খানকে গলা কেটে হত্যায় জড়িত সন্দেহে এক যুবককে টাঙ্গাইল থেকে আটক করেছে ঢাকার গোয়েন্দা পুলিশ। তরিকুল ইসলাম তারেক নামের ওই যুবককে গতরাতে দেলদুয়ার উপজেলার মৌলভীপাড়া থেকে আটক করা হয় বলে দেলদুয়ার থানার ওসি মোশাররফ হোসেন জানান। আটক তারেক ওই এলাকার পিয়ার আলীর ছেলে।