খুলনায় দুই খ্রিস্টান ধর্মযাজককে ফোনে হত্যার হুমকি
Comments are closedখুলনায় দুই খ্রিস্টান ধর্মযাজককে জেএমবি পরিচয়ে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়া হয়েছে । গতকাল তাদের এ হুমকি দেয়া হয়। বাংলাদেশ ইন্টারচার্চ প্যাস্টরস অ্যান্ড লিডারস ফেলোশিপ খুলনা শাখার প্রচার সম্পাদক সুভাষ চক্রবর্তী জানান, একটি মোবাইল ফোন থেকে সুমন নামের এক ব্যক্তি নিজেকে জেএমবির কমান্ডার দাবি করে চার্চ অব গর্ডের বাংলাদেশ প্রধান রেভারেন্ড টমাস জয় সরকার ও খুলনা বিভাগীয় ক্যাথলিক চার্চের প্রধান বিশপ রমেন বৈরাগীকে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গতকালই সোনাডাঙ্গা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন যাজক টমাস জয় সরকার।