গণতন্ত্র প্রসারে দলীয় ভাবে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত: মোশাররফ
Comments are closedগণতন্ত্রকে তৃণমূল পর্যায়ে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। দুপুরে সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের তিনি আরও বলেন, স্থানীয় সরকার পর্যায়ে দলীয় ব্যানারে নির্বাচনে কোন সহিংসতার সুযোগ নেই। বরং আরও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন মোশাররফ হোসেন। নীল নকশা বাস্তবায়ন করতেই সরকার দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ স ম হান্নান শাহ। সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।