গণতান্ত্রিক দেশে বিচার বহির্ভূত হত্যা কাম্য নয়: ডেসমন্ড শয়ানে
Comments are closedকোন গণতান্ত্রিক দেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কখনও কাম্য নয়, এমনটি হতে পারে না বলে মন্তব্য করেছেন সফররত ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী ডেসমন্ড শয়ানে। দুপুরে ব্রিটিশ হাইকমিশন অ্যামিনিটিস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বাংলাদেশের সুশাসন বিষয়ে ডেসমন্ড শয়ানে বলেন, বাংলাদেশকে এ বিষয়ে এখন জোর দিতে হবে। অন্য সব ক্ষেত্রে বাংলাদেশ এগিয়েছে, এই বিষয়েও এগিয়ে যেতে হবে। দেশে বন্যাদুর্গত মানুষের জন্য ৩ মিলিয়ন পাউন্ড আর্থিক সহায়তারও ঘোষণা দেন ব্রিটিশ প্রতিমন্ত্রী।