গণমাধ্যমগুলো মারাত্মক চাপে: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
Comments are closedবাংলাদেশে স্বাধীন গণমাধ্যমগুলো মারাত্মক চাপে আছে বলে দাবি করেছে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির বার্ষিক মানবাধিকার প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে। প্রতিবেদনের মতপ্রকাশের স্বাধীনতা অংশে বলা হয়েছে, সরকারের সমালোচনা করা স্বাধীন গণমাধ্যমগুলো চাপে আছে। গত বছরের অক্টোবরে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোকে দেশের দুটি প্রভাবশালী সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারে বিজ্ঞাপন না দিতে বলা হয়। বিজ্ঞাপন দিলে শাস্তির কথা বলা হয়। প্রতিবেদনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালে কার্যক্রম বন্ধ ও সুশীল সমাজের ৪৯ জন সদস্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসঙ্গেও আলোচনা করা হয়েছে।