গম নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণ স্থগিত
Comments are closedব্রাজিল থেকে আমদানি করা গম নিতে বাধ্য না করার যে পর্যবেক্ষণ হাইকোর্ট দিয়েছে তা ২৬শে জুলাই পর্যন্ত স্থগিত করেছে সুপ্রিম কোর্টের চেম্বার আদালত। খাদ্য সচিব ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের এক আবেদনের প্রেক্ষিতে চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বিকেলে এই আদেশ দেন। এর আগে বুধবার হাইকোর্টের দেওয়া এক রায়ের পর্যবেক্ষণে বলা হয়, ব্রাজিল থেকে আমদানি করা ওই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না।