গাজীপুরের এটিএম বুথ থেকে কোটি টাকা লুট
Comments are closedগাজীপুরের কালিয়াকৈরে ডাচ-বাংলা ব্যাংকের একটি ফাস্ট ট্র্যাক এটিএম বুথ থেকে এক কোটিরও বেশি টাকা লুটের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার দিবাগত রাতে উপজেলার হরিণহাটি এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়। সংশ্লিষ্ট বুথের কর্মকর্তাদের বরাত দিয়ে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালেব মিয়া বলেন, ওই বুথে ব্যাংকের টাকা নিয়ে আসে মানি প্লান্ট নামের একটি নিরাপত্তা প্রতিষ্ঠান। এ সময় ১০-১২ জন সশস্ত্র দুর্বৃত্ত বুথে হামলা চালায়। তাঁরা টাকাভর্তি ট্রাঙ্ক দুটি লুট করে নিয়ে যায়।