গাড়ি বোমা হামলায় তুরস্কে ৭ পুলিশ কর্মকর্তা নিহত
Comments are closedতুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলের দিয়ারবাকির শহরে গাড়ি বোমা হামলায় অন্তত ৭ জন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ২৭ জন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্থানীয় সময় গতকাল, কুর্দি নিয়ন্ত্রিত দিয়ারবাকির শহর বাস টার্মিনালের কাছে পুলিশের গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হামলায় আহতদের মধ্যে ১৪ জন বেসামরিক নাগরিক। এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করে নি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান।