গুরুতর অসুস্থ রিজভী
Comments are closedবিএনপির কারাবন্দি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী গুরুতর অসুস্থ বলে জানিয়েছেন দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। এক বিবৃতির মাধ্যমে রহুল কবির রিজভীর অসুস্থতার খবর জানানো হয়। ৫ মাসেরও বেশী সময় ধরে কারাগারে থাকায় পেটের পীড়া, হাত-পা ও কোমরে প্রচণ্ড ব্যথার কারণে রিজভী ঠিকমত হাঁটাচলা করতে পারছেন না বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। রিজভীর শারীরিক অসুস্থতা বিবেচনায় তাঁকে জামিনে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দেওয়ার দাবি জানান বিএনপির এই মুখপাত্র।