গুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় তামিম ছাড়াও আরও ৮/৯ জন সম্পৃক্ত: মনিরুল
Comments are closedগুলশান ও শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার ঘটনায় নিহত জঙ্গি তামিম চৌধুরী ছাড়াও আরও ৮ থেকে ৯ জনের সম্পৃক্ততার প্রমান পাওয়া গিয়েছে বলে জানিয়েছেন, কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে তিনি বলেন, এদের মধ্যে জঙ্গি ইস্যুতে আলোচিত মারজানও রয়েছে। বলেন, এদের সবাইকে আটক করতে পারলে দেশ থেকে জঙ্গি নিমূল করা সম্ভব। এছাড়া, গতকাল নারায়নগঞ্জে নিহত ৩ জঙ্গির মধ্যে তামিম চৌধুরী ছাড়া ফজলে রাব্বী নামের আরও ১ জনের পরিচয় নিশ্চিত করেছে, পুলিশ। যার গ্রামের বাড়ি যশোরে বলেও জানানো হয়। অন্য জনের পরিচয় এখন নিশ্চিত না হলেও তাওসিফ হাসান বলে সন্দেহ করছে, আইনশৃঙ্খলা বাহিনী।