গুলিতে শিশু আহত: এমপির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়নি পুলিশ
Comments are closedগাইবান্ধা-এক আসনের সংসদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম লিটনের গুলিতে শিশু আহতের ঘটনায় এখনও পুলিশ তার বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেয় নি। জেলার বামনডাঙ্গা-সুন্দরগঞ্জের গোপালচরণ এলাকায় গতকাল এমপি লিটন পরপর কয়েক রাউন্ড গুলি ছুড়লে সেসময় রাস্তায় থাকা সৌরভের দুই পায়ে গুলি লাগে। রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন সৌরভ বর্তমানে শংকামুক্ত।